kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

চরমোনাই পীর

হাসপাতালের জালিয়াতি উদ্বেগজনক

ইসলামী জীবন ডেস্ক   

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালের জালিয়াতি উদ্বেগজনক

করোনা টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতালের জালিয়াতি দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি কভিড-১৯ টেস্টের নামে জাল সনদ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমসহ সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, ছয় বছর ধরে অনুমোদনহীন হাসপাতালকে করোনা টেস্টের সুযোগ দিয়ে দুর্নীতি ও প্রতারণাকে সরকার উৎসাহিত করছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের সঙ্গে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের ঘনিষ্ঠ ছবি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। দেশবাসী এসব ছবির ব্যাখ্যা চায়। একটি প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিই প্রমাণ করে দেশের চিকিৎসাসেবা কোন পর্যায়ে। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের প্রতি স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্যসাতদিনের সেরা