kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

দোয়া

ঈমান দৃঢ় করার দোয়া

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈমান দৃঢ় করার দোয়া

উচ্চারণ : ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দ্বিনিকা।

অর্থ : হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে আপনার দ্বিনের ওপর স্থির রাখুন।

সূত্র : উম্মে সালমা (রা.) এর বর্ণনা করেন, অন্তরের দৃঢ়তার জন্য রাসুল (সা.) এই দোয়া বেশি বেশি পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৫২২)

 

মন্তব্যসাতদিনের সেরা