kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

প্রশ্ন-উত্তর

পেছন থেকে সালাম দেওয়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : অনেকে বলে পেছন দিক থেকে সালাম দেওয়া ভালো নয়। গ্রাম-গঞ্জে প্রচলিত আছে পেছন দিক থেকে সালাম দিলে মাথা ব্যথা করে। যা আমার কাছে কুসংস্কার মনে হয়েছে। প্রশ্ন হলো, আসলেই কি পেছন দিক থেকে সালাম দেওয়া সুন্নত পরিপন্থী?

—আনোয়ার হোসেন মানিক, মাইজদী, নোয়াখালী।

 

উত্তর : এভাবে সালাম দেওয়া সুন্নাত পরিপন্থী নয়। (রদ্দুল মুহতার : ৬/৪১৬, আল মুহিতুল বুরহানি : ৫/৩২৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১১০)

 

মন্তব্য