kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

করোনার অবসরে মিসরীয় নারীর কোরআন মুখস্থ

বেলায়েত হুসাইন   

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ঘরবন্দি যেসব মানুষ অবসরকে অর্থবহ করে তোলার পথ খুঁজছে তাদের জন্য আদর্শ হতে পারেন মিসরীয় গৃহিণী নাসমা ফুলি। তিনি লকডাউনের অবসরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।

নাসমা ফুলি বলেন, ‘আমি আরো দেড় বছর আগে পবিত্র কোরআন মুখস্থ করার সংকল্প করি। সে অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহের পাঁচ দিন কোরআনে কারিম থেকে পাঁচ পৃষ্ঠা মুখস্থ করতে থাকি। আর বৃহস্পতি ও শুক্রবার অন্যান্য কাজ গোছানোর জন্য রাখতাম। এর মধ্যে লকডাউন আমার সামনে অবারিত সুযোগ এনে দেয়। হঠাৎ পাওয়া অবসরকেও বিশেষ গুরুত্ব দিয়েছি।’ লকডাউনের আগে নাসমা ফুলি ১৯ পারা হিফজ সম্পন্ন করেন। বাকি ১১ পারা লকডাউন শুরু হওয়ার পর শেষ করেন। তিনি বলেন, ‘যখন করোনাভাইরাস আমাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করল, তখন আমার মেয়েই আমাকে এই অবসরে বাকি থাকা ১১ পারা মুখস্থ করার তাগিদ দেয়। তার কথামতো ৬ মে থেকে শুরু করে ১৬ জুন পর্যন্ত অবশিষ্ট ১১ পারার হিফজ সম্পন্ন করি।’ মধ্যবয়সে উপনীত হয়েও আল্লাহর কালাম মুখস্থ করে নাসমা ফুলি অসামান্য পুলক অনুভব করছেন। উচ্ছ্বসিত হয়ে তিনি নিজ অনুভূতি ব্যক্ত করেন এভাবে—‘করোনার অবসরে হিফজ সম্পন্ন করে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি আমি।’ সূত্র : আল-ওয়ান

 

 

মন্তব্যসাতদিনের সেরা