kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

সাতক্ষীরায় ইকরামুল মুসলিমীনের ত্রাণ বিতরণ

ইসলামী জীবন ডেস্ক   

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাতক্ষীরায় ইকরামুল মুসলিমীনের ত্রাণ বিতরণ

সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন। গত সপ্তাহে প্রতাপনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ। এর আগেও সংগঠনটি এই অঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ করে।

এক হাজার পরিবারে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, ১০০ টয়লেট নির্মাণ, নারীদের জন্য আলাদা টয়লেট ও গোসলখানা নির্মাণ, টিউবওয়েল বসানো ও ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া ঘর ও মসজিদে টিন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি হাবিবুর মিছবাহ বলেন, ‘ঈদের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় যাই আমরা। সেখানে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণের জন্য দুই হাজার পিস বস্তা প্রদান করি। এ ছাড়া দুই শতাধিক পরিবারে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করি।’ নারীদের পৃথক টয়লেট নির্মাণ সম্পর্কে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন নারীরা। বাচ্চার খাবার জোগাড় হচ্ছে না, নিজেরাও খাবার পাচ্ছেন না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো টয়লেটও নেই। খাবারের চেয়ে ইজ্জত-আব্রু রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে গেছে।’ ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা এহসান সিরাজ, যুগ্ম সচিব মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির ও সদস্য মাওলানা মনজুরুল হক।

মন্তব্যসাতদিনের সেরা