kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

প্রতিদিনের জীবনের সুন্নত

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে সুন্নত নামাজ গুরুত্বের সঙ্গে আদায়

উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজ ছাড়াও ১২ রাকাত সুন্নত নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৯৬)

 

তাহাজ্জুদের নামাজ আদায়

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়, ফরজ নামাজের পর কোন নামাজ উত্তম? ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো মধ্যরাতের নামাজ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৭৫৬)

 

বিতরের নামাজে যত্নশীল হওয়া

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘তোমরা বিতরকে রাতের শেষ নামাজ করো।’ (সহিহ বুখারি, হাদিস : ৯৯৮)

 

ঘরে নফল নামাজ আদায়

জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে (ফরজ) নামাজ আদায় করে, সে যেন তার ঘরের জন্য নামাজের অংশ রাখে। কেননা আল্লাহ তার নামাজের কারণে ঘরে বরকত দান করেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৮২২)

 

মন্তব্যসাতদিনের সেরা