kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

প্রশ্ন-উত্তর

সূর্যোদয়ের পাঁচ মিনিট পর ইশরাক পড়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : ইশরাকের নামাজ সূর্যোদয়ের কত মিনিট পর পড়ার নিয়ম? কেউ যদি সূর্যোদয়ের পাঁচ মিনিট পর ইশরাক পড়ে ফেলে, তার নামাজের হুকুম কী?

                —তাইসির, লাঙ্গলকোট, কুমিল্লা।

 

উত্তর : সূর্যোদয়ের কত মিনিট পর থেকে নামাজ পড়া জায়েজ হবে—এ ব্যাপারে অভিজ্ঞ ওলামারা নিরীক্ষণের মাধ্যমে কমপক্ষে ১০ মিনিট নির্ধারণ করেছেন। সুতরাং ১০ মিনিটের আগে ফরজ ওয়াজিবের নিয়ত করে নামাজ শুরু করলে তা শুদ্ধ হবে না। আর নফল নামাজ শুরু করা সহিহ হলেও মাকরুহ হবে। নফল নামাজ শুরু করলে ভেঙে পরে পড়াই উত্তম। (আল বাহরুর রায়েক : ১/২৪৯-২৫০, ফাতাওয়ায়ে কাজি খান : ১/৩৬, আহসানুল ফাতাওয়া : ২/১৪৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৫৪০)

মন্তব্য