kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

প্রশ্ন-উত্তর

জিনের পেছনে নামাজ পড়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কোনো মানুষ যদি জিনের সঙ্গে জামাতে নামাজ আদায় করে এবং জিন ইমামতি করে, তাহলে কি তার নামাজ শুদ্ধ হবে?

শোয়েব মজুমদার, ফরিদগঞ্জ, চাঁদপুর

উত্তর : যদি সত্যি সত্যি কেউ মুসলমান জিনের পেছনে নামাজ পড়ে তাহলে তা শুদ্ধ হবে। (নফউল মুফতি ওয়াস সাঈল, পৃ : ৭৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১০৩)

মন্তব্যসাতদিনের সেরা