kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

লঞ্চডুবির ঘটনায় চরমোনাই পীরের শোক

ইসলামী জীবন ডেস্ক   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলঞ্চডুবির ঘটনায় চরমোনাই পীরের শোক

ঢাকার সদরঘাটে ভয়াবহ লঞ্চডুবির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, সরকার এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। সর্বগ্রাসী দুর্নীতি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ব্যর্থতার কারণে সড়ক ও নৌপথে বারবার দুর্ঘটনা ঘটছে। এতে বিপুলসংখ্যক মানুষের জীবন ও সম্পদহানি ঘটছে।

তিনি আরো বলেন, প্রতিবার দুর্ঘটনার পর একটি তথাকথিত তদন্ত কমিটি করা হয়। কিছুদিন পর যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জনগণের সঙ্গে তদন্ত নামের এই প্রহসন বন্ধ করতে হবে এবং  দুর্ঘটনার যথাযথ কারণ উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। তিনি নৌরুটে সব ধরনের দুর্নীতি ও চাঁদা বন্ধের আহ্বান জানান।

 

মন্তব্যসাতদিনের সেরা