kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

মুসলিমদের নিয়ে লন্ডন জাদুঘরের ভিন্ন আয়োজন

শেখ আহমদ বিন মাসউদ   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘দি মিউজিয়াম অব লন্ডন’ লকডাউনের সময় মুসলিম কমিউনিটির জীবনযাপন ও অভিজ্ঞতার তথ্য সংগ্রহ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য লকডাউনকালীন লন্ডনবাসীর জীবনযাপনের তথ্য সংরক্ষণের অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে রমজান থেকে চলতি বছরে মুসলিমদের নামাজ-রোজাসহ অন্যান্য ধর্মীয় বিষয়ের তথ্য সংরক্ষণ করা হবে।

প্রকল্পের ‘পারিবারিক জীবন’ বিভাগের প্রধান আইজলিং সেরান্ট বলেন, ‘আমরা নির্ধারিত একটি সময় সীমার মধ্যকার ফটোগ্রাফ, ফিল্ম, অডিও রেকর্ডিং ও বস্তুগত নমুনা সংগ্রহ করছি। রমজানের কিছু কাজ যেমন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, মসজিদে যাওয়া ইত্যাদি বিষয়গুলো এবার হয়নি অথবা ভার্চুয়ালভাবে সম্পন্ন হয়েছে। পারিবারিক এই অভিজ্ঞতা ধারণ করা গুরুত্বপূর্ণ।’

তথ্যগুলো অনলাইন ডাটাবেইসে যুক্ত হবে। তবে মহামারির সময় লন্ডনবাসীর জীবনযাত্রা প্রদর্শনের পরিকল্পনা জাদুঘর কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছে। সূত্র : ফেইথ ম্যাটার

মন্তব্যসাতদিনের সেরা