kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

হালিমা অ্যাডেনের করোনা প্রতিরোধী হিজাব

শেখ আবদুল্লাহ বিন মাসউদ   

৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহালিমা অ্যাডেনের করোনা প্রতিরোধী হিজাব

ঘাতক করোনাভাইরাসের কারণে ফেস মাস্ক এখন অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ফেস মাস্কের কোনো বিকল্প নেই। কিন্তু যেসব মুসলিম নারী পর্দার বিধান মেনে চলেন তাঁদের জন্য হিজাবের সঙ্গে প্রচলিত ডিজাইনের ফেস মাস্ক পরিধান করা কিছুটা জটিল। মুসলিম নারীদের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন মুসলিম মডেল ও ইউনিসেফের শুভেচ্ছা দূত হালিমা অ্যাডেন। তিনি হিজাবের সঙ্গে পরা যায় এবং স্বাস্থ্যসম্মত ফেস মাস্কের ডিজাইন প্রকাশ করেছেন।

হালিমা অ্যাডেন স্বাস্থ্যকর্মীদের ক্রয় ও তাদের জন্য অনুদানের চিন্তা থেকেই নতুন ডিজাইন হাজির করেছেন। বাহারি রঙের ফেস মাস্কটি যেকোনো পোশাক, বোরকা ও হিজাবের সঙ্গে সহজেই মানানসই। তিনি বলেন, ‘ডিজাইনের সময় আমি সাদার পরিবর্তে দৃষ্টিনন্দন রংগুলো বেছে নিয়েছি, যেন পরিধানকারীকে সুন্দর দেখায়। পরিধান করা যেন সহজ হয় সেটাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি।’ স্বাস্থ্যকর্মীরা রোগীদের ভালো রাখার জন্য কাজ করছে এবং নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে তারা। সুতরাং স্বাস্থ্যকেন্দ্রের হিজাবি নারীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ।

অ্যাবাউট ইসলাম অবলম্বনে

মন্তব্য