kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

প্রশ্ন-উত্তর

একই রাকাতে একাধিকবার সুরা ফাতেহা পড়লে করণীয়

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমি নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়িনি ভেবে আবার পড়ে ফেলেছি। পরবর্তী সময়ে মনে পড়ল যে আমি দুইবার সুরা ফাতেহা পড়েছি। এমতাবস্থায় আমাকে কি সাহু সিজদা করতে হবে?

—রোকন, খুলনা।

 

উত্তর : ফরজ নামাজের প্রথম দুই রাকাতের কোনো এক রাকাতে এবং সুন্নাত ও ওয়াজিব নামাজের যেকোনো রাকাতে পূর্ণ ফাতেহা বা তিন আয়াত পরিমাণ দোহরানো হলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই আপনার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। (হাশিয়াতু তহত্বভি, পৃ : ৪৬০, হিন্দিয়া : ১/১২৬, রদ্দুল মুহতার : ১/৪৬০, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/৩৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৭৫)

মন্তব্যসাতদিনের সেরা