kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

ভাড়ার উদ্দেশ্যে নির্মিত দোকানের ওপর জাকাত আসবে?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমাদের বাড়তি কোনো ব্যবসা নেই। কয়েকটি দোকানঘর আছে, যেগুলো ভাড়া দিয়ে রেখেছি। প্রশ্ন হলো, আমাদের এই দোকানগুলোর ওপর জাকাত আসবে কি না?

—আব্দুল্লাহ, ময়মনসিংহ, ঢাকা।

উত্তর : ভাড়ার উদ্দেশ্যে নির্মিত দোকানের মূল্যের ওপর জাকাত আসবে না। তবে এগুলো থেকে অর্জিত অর্থ (ভাড়া) যদি নিসাব পরিমাণ হয়, তাহলে বছরান্তে জাকাত আসবে। (বাদায়েউস সানায়ে : ২/১৬, আফকে মাসায়েল আওর উনকা হল : ৬/১১৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫২৭)

 

মন্তব্যসাতদিনের সেরা