kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

প্রশ্ন-উত্তর

সুন্নত নামাজ পড়ার আগে তাহিয়্যাতুল অজু পড়া যাবে

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুন্নত নামাজ পড়ার আগে তাহিয়্যাতুল অজু পড়া যাবে

প্রশ্ন : আমি এশার নামাজের চার রাকাত সুন্নত পড়ার আগে কি তাহিয়্যাতুল অজু পড়তে পারব?

—হাবিবা ইসলাম, কিশোরগঞ্জ।

 

উত্তর : এশার নামাজের ফরজের পূর্বের সুন্নত পড়ার পূর্বে তাহিয়্যাতুল অজু পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি ওই সুন্নতের মধ্যেও তাহিয়্যাতুল অজুর নিয়ত করা যায়। এতে উভয় নামাজেরই সাওয়াব পাওয়া  যাবে। নফল নামাজে এক নামাজেই একাধিক নফল নামাজের নিয়ত করা যায়। (রদ্দুল মুহতার : ২/১৯, মানাজিলে সুলুক, পৃ : ৬৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৫৩০)

 

মন্তব্যসাতদিনের সেরা