kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

করোনা রোগীদের চিকিৎসা

ইংল্যান্ডে মুসলিম বক্সারের মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব

শেখ আহমদ বিন মাসউদ   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইংল্যান্ডে মুসলিম বক্সারের মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে এগিয়ে এসেছেন বহু তারকা ও ক্রীড়াবিদ। খ্যাতিমান বক্সিং লেজেন্ট আমির খানও যোগ দিয়েছেন তাঁদের কাতারে। সাবেক এই লাইট-ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বল্টনে অবস্থিত তাঁর একটি বাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসের (এনএইচএস) হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন। বাড়িটির বর্তমান মূল্য পাঁচ মিলিয়ন ডলার, যা এখন একটি ওয়েডিং ভেন্যু ও আউটলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

৩৩ বছর বয়সী মুসলিম ক্রীড়াবিদ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি জানি এই কঠিন সময়ে মানুষের পক্ষে হাসপাতালে একটি শয্যা পাওয়া কত কঠিন। আমি আমার ৬০ হাজার স্কয়ার ফিটের ৪ তলা ভবনটি ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে তুলে দিতে প্রস্তুত। যেন তারা তা করোনা আক্রান্তদের সেবায় ব্যবহার করতে পারে।

এর আগে লিভারপুলের মুসলিম ফরওয়ার্ড সাডিও মানি করোনা আক্রান্তদের সেবায় সেনেগালকে ৪১ হাজার ডলার দান করেন এবং একজন ব্রিটিশ মুসলিম এই এনএইচএসকে দুই লাখ ডলার দান করেন।

সূত্র : অ্যাবাউট ইসলাম

মন্তব্যসাতদিনের সেরা