kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

কাজাখস্তানে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক মুফতি’ প্রকল্প

বেলায়েত হুসাইন   

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাজাখস্তানে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক মুফতি’ প্রকল্প

‘ইলেকট্রনিক মুফতি’ নামে অনলাইনভিত্তিক একটি ফতোয়া কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে কাজাখস্তান। গত সপ্তাহে দেশটির শীর্ষ আলেমদের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে জানানো হয়, বিশ্বের গণমাধ্যমমুখী অসংখ্য মানুষের কথা চিন্তা করে খুব শিগগির এই প্রকল্প চালু করা হবে।

কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রধান মুফতি শায়খ সিরিকবাই হাজি ওরাজ জানান, নিশ্চয়ই বিশ্ব এখন প্রযুক্তির দিকে ঝুঁকছে। সব কাজের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করছে। সুতরাং আমরা যারা ধর্মীয় কাজের সঙ্গে সংশ্লিষ্ট তাদের উচিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা।

বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় প্রশ্নের ইসলামী সমাধানের জন্য ‘ইলেকট্রনিক মুফতি’ প্রকল্প চালু করা হচ্ছে। দেশের বড় ইসলামী স্কলার ও বিজ্ঞ মুফতিদের প্রদত্ত সমাধান থেকে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তাঁরা সরাসরিও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। তা ছাড়া এই ওয়েবসাইটে সন্নিবেশিত থাকবে তথ্যনির্ভর বিভিন্ন বিষয়ের প্রবন্ধ-নিবন্ধ।

সূত্র : ইসলাম আসিল ডটকম

মন্তব্যসাতদিনের সেরা