kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

সুরা আহজাব : তৃতীয় পর্ব

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

পরপুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বোলো না

ইরশাদ হয়েছে, ‘... যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বোলো না, যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায়সংগত কথা বলবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩২)

 

তোমরা ঘরে অবস্থান করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং জাহেলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। ...’

(সুরা : আহজাব, আয়াত : ৩৩)

 

আল্লাহ রাসুল (সা.)-এর সিদ্ধান্তই চূড়ান্ত

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ও তাঁর রাসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। ...’ (সুরা : আহজাব, আয়াত : ৩৬)

 

রাসুলের অবাধ্য হয়ো না

ইরশাদ হয়েছে, ‘... কেউ আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৬)

 

শুধু আল্লাহকে ভয় করো

ইরশাদ হয়েছে, ‘তারা আল্লাহর বাণী প্রচার করত এবং তাঁকে ভয় করত; আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৯)

মন্তব্যসাতদিনের সেরা