kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

কাপড়ে ধুলাবালি নিয়ে কি নামাজ পড়া যাবে?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমি একজন নির্মাণ শ্রমিক। আমাদের কাপড়চোপড়ে সব সময় ধুলাবালি থাকে। আমার প্রশ্ন হলো, এই অবস্থায় নামাজ আদায় করা যাবে?

—টুটুল, ঢাকা।

 

উত্তর : ধুলাবালি নাপাক নয়। কাপড়চোপড়ে ধুলাবালি ছাড়া অন্য কোনো নাপাকি না লাগলে তা পরে নামাজ আদায় করা যাবে। (রদ্দুল মুহতার : ১/৩২৪, ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/১৭)

 

মন্তব্য