দ্বিন প্রত্যাখ্যানের শাস্তি ধ্বংস
ইরশাদ হয়েছে, ‘অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদের ধ্বংস করলাম। এতে অবশ্যই আছে নিদর্শন। কিন্তু তাদের বেশির ভাগ মুমিন নয়।’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১৩৯)
বিশৃঙ্খলাকারীদের আনুগত্য কোরো না
ইরশাদ হয়েছে, ‘সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য কোরো না—যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না।’
(সুরা : আশ-শুআরা, আয়াত : ১৫১-১৫২)
সমকামিতা জঘন্যতম পাপ
ইরশাদ হয়েছে, ‘তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের তোমরা বর্জন করে থাকো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১৬৬)
মাপে কম দিয়ো না
ইরশাদ হয়েছে, ‘মাপে পূর্ণ মাত্রায় দেবে। যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না।’
(সুরা : আশ-শুআরা, আয়াত : ১৮১)
ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার কোরো না
ইরশাদ হয়েছে, ‘তোমরা সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।’
(সুরা : আশ-শুআরা, আয়াত : ১৮২)
মন্তব্য