kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

প্রশ্ন-উত্তর

কত মাইল দূরে সফর করলে কসর নামাজ পড়তে হয়?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কত মাইল দূরে সফর করলে কসর নামাজ পড়তে হয়? কসরের নামাজ পড়ার সময় কি সুন্নত-নফলও পড়া যায়?

—কামরুল ইসলাম, মুন্সীগঞ্জ।

 

উত্তর : ৪৮ স্থল মাইল এবং কিলোমিটারের হিসেবে ৭৭.২৫ কিমি এর দূরত্বে গমনের উদ্দেশ্যে সফরে বের হলে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত তথা ‘কসর’ করতে হয়।

সফরে চলা অবস্থায় সুন্নত-নফল না পড়লে কোনো অসুবিধা নেই। তবে সফরের মধ্যে কোথাও অবস্থানকালীন তাড়াহুড়া না থাকলে সুন্নাত নফল পড়া উত্তম। (আল বাহরুর রায়েক : ২/২৩০, রদ্দুল মুহতার : ২/১৩১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২৮৩,৩২৮)

মন্তব্যসাতদিনের সেরা