কিয়ামতকে ভয় করো
ইরশাদ হয়েছে, ‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।’
(সুরা : হজ, আয়াত : ১)
বিতর্ক শয়তানের অনুসারীদের কাজ
ইরশাদ হয়েছে, ‘মানুষের ভেতর কিছু অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে তারা বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের।’
(সুরা : হজ, আয়াত : ৩)
দ্বিধা নিয়ে ইবাদত কোরো না
ইরশাদ হয়েছে, ‘মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধা নিয়ে। তার কল্যাণ হলে তার অন্তর প্রশান্ত হয় এবং বিপর্যয় ঘটলে সে আগের অবস্থায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া ও আখিরাতে। এটা সুস্পষ্ট ক্ষতি।’ (সুরা : হজ, আয়াত : ১১)
সম্মান ও মর্যাদা আল্লাহর হাতে
ইরশাদ হয়েছে, ‘...আল্লাহ যাকে হেয় করেন, তার সম্মানদাতা কেউ নেই। আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।’ (সুরা : হজ, আয়াত : ১৮)
জাহান্নামিরা জাহান্নাম থেকে বের হতে পারবে না
ইরশাদ হয়েছে, ‘যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে তাতে। তাদের বলা হবে, আস্বাদন করো দহনযন্ত্রণা।’ (সুরা : হজ, আয়াত : ২২)
মন্তব্য