kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রশ্ন-উত্তর

নামাজের সময় দৃষ্টি কোথায় রাখব

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনামাজের সময় দৃষ্টি কোথায় রাখব

প্রশ্ন : আমাদের ইমাম সাহেব নামাজে কেরাত পড়ার সময় সিজদার জায়গায় না তাকিয়ে সামনের দেয়ালের দিকে তাকিয়ে থাকেন। এবং সিজদায় গেলে তাঁর দুটি পা বাঁকা হয়ে থাকে। এভাবে নামাজ পড়লে নামাজে কোনো সমস্যা হবে কি না?

আব্দুল খালেক, চট্টগ্রাম।

 

উত্তর : নামাজের আদব হলো, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখা, যাতে পূর্ণ একাগ্রতা সৃষ্টি হয়। ডানে-বাঁয়ে দৃষ্টি না যায়। এটি সুন্নত। তবে কোনোভাবে দৃষ্টি চলে গেলে নামাজ ভঙ্গ হবে না। (আদদুররুল মুখতার : ১/৪৪৭) ইমাম সাহেবের দৃষ্টি সিজদায় আছে কি না তা একজন মুক্তাদি পেছন থেকে কিভাবে শনাক্ত করলেন, তা আমাদের বোধগম্য নয়। উল্লেখ্য, নামাজরত মুক্তাদির জন্যও ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকা সুন্নতবহির্ভূত কাজ।

সিজদায় পা রাখার সুন্নত পদ্ধতি হলো, পা খাড়া রেখে আঙুলগুলো কিবলামুখী রাখা। এর বিপরীত হলে নামাজ ভাঙবে না। (ফাতাওয়া ফকিহুল মিল্লাত : ৩/২৮৫, ফাতাওয়া শামী : ১/৪৯৩)

 

মন্তব্যসাতদিনের সেরা