সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
প্রশ্ন : গত রমজানে আমি অসুস্থ থাকায় কয়েকটি রোজা রাখতে পারিনি। এখনো তা কাজা হিসেবে রয়ে গেছে। কিন্তু রমজানের পরে কাজা রোজা না রেখে শাওয়ালের নফল রোজা রেখেছিলাম। জানার বিষয় হলো, কাজা রোজা না রেখে নফল রোজা রাখলে তা কি সহিহ হবে?
—জালালুদ্দিন, নড়াইল।
উত্তর : হ্যাঁ, রমজানের কাজা রোজা আদায়ের আগে নফল রোজা রাখা জায়েজ। তাই কাজা রোজা না রেখে শাওয়ালের ছয় রোজা রাখা অন্যায় হয়নি। রমজানের কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যায় না—এ কথা ঠিক নয়। হাদিসে বর্ণিত ফজিলতপূর্ণ নফল বা মুস্তাহাব রোজাগুলো রাখতে কোনো অসুবিধা নেই। তবে কাজা রোজা থাকলে সর্বক্ষেত্রেই সম্ভাব্য নিকটতম সময়ে তা আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে।
সূত্র : বাদায়িউস সানায়ে : ২/২৬৫; আলমুহিতুল বোরহানি : ৩/৩৬০; আলবাহরুর রায়িক : ২/২৮৫; আদ্দুররুল মুখতার : ২/৪২৩
মন্তব্য