রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি
চুক্তি ভঙ্গ কোরো না
ইরশাদ হয়েছে, ‘তোমরা যাদের সঙ্গে চুক্তিবদ্ধ; পরে যারা তোমাদের চুক্তি রক্ষায় ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। তাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করবে। নিশ্চয়ই আল্লাহ আল্লাহভীরুদের ভালোবাসেন।’ (সুরা তাওবা, আয়াত : ৪)
আশ্রয়প্রার্থীদের আশ্রয় দাও
ইরশাদ হয়েছে, ‘যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তুমি তাকে আশ্রয় দেবে। যেন সে আল্লাহর বাণী শুনতে পায়। অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। কেননা তারা অজ্ঞ লোক।’ (সুরা তাওবা, আয়াত : ৬)
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো
ইরশাদ হয়েছে, ‘তারা মুমিনের সঙ্গে আত্মীয়তা ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তারাই সীমা লঙ্ঘনকারী।’
(সুরা তাওবা, আয়াত : ১০)
মুসলিমরাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে
ইরশাদ হয়েছে, ‘মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে—এমন হতে পারে না। তারা এমন যাদের সব কাজ ব্যর্থ হয়েছে এবং তারা আগুনেই স্থায়ীভাবে বসবাস করবে।’ (সুরা তাওবা, আয়াত : ১৭)
আল্লাহ তাঁর দ্বিনের আলো ছড়িয়ে দেবেন
ইরশাদ হয়েছে, ‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর জ্যোতি নিভিয়ে দিতে চায়। অবিশ্বাসীরা অপছন্দ করলেও আল্লাহ তাঁর জ্যোতির উদ্ভাসন ছাড়া আর কিছুই চান না।’
(সুরা তাওবা, আয়াত : ৩২)
মন্তব্য