kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

আপনি যা জানতে চেয়েছেন

সুরা ফাতিহার স্থলে তাশাহহুদ পড়ে ফেললে কী করণীয়

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমি কখনো কখনো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতিহার আগে ভুলবশত তাশাহহুদ পড়ে ফেলি। এমতাবস্থায় আমার করণীয় কী?

—ফাহিম ইমতিয়াজ, উত্তরা, ঢাকা।

 

উত্তর : দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতিহার আগে ভুলবশত তাশাহহুদ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে।

উল্লেখ্য, নামাজে মনোযোগী হওয়া উচিত, যাতে এমন ভুল বারবার না হয়। (সূত্র : হালবাতুল মুজাল্লি : ২/৪৪৫; আল মুহিতুল বোরহানি : ১/৩১৩; ফাতহুল কাদির : ১/৫২১; তাবয়িনুল হাকায়েক : ১/১৯৩)

 

মন্তব্যসাতদিনের সেরা