kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

আপনি যা জানতে চেয়েছেন

বিতরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে?

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : বিতর নামাজের পর নফল নামাজ পড়া যাবে কি? অনেকে বলে, এশার নামাজের পর বিতর নামাজ পড়ে কোনো নফল পড়া যায় না। তা কি ঠিক? —রবিউল হক, চট্টগ্রাম।

 

উত্তর : উত্তম হলো রাতের নফলগুলো শেষ করে এরপর বিতর পড়া। কিন্তু এর অর্থ এ নয় যে বিতর পড়ে ফেললে এরপর কোনো নফল পড়া যাবে না। বরং বিতর নামাজের পরও নফল নামাজ পড়া জায়েজ আছে।

আবু বকর (রা.), আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ও আম্মার বিন ইয়াসির (রা.) প্রমুখ সাহাবিদের আমল দ্বারা এমনটি প্রমাণিত। তাঁরা এশার পর বিতর পড়ে শেষ রাতে তাহাজ্জুদ পড়েছেন।

 

সূত্র : আল আওসাত, ইবনুল মুনজির : ৫/১৯৮, মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৬১৫-৪৬২১;

সুনানে তিরমিজি, হাদিস : ৪৭১; ফাতহুল বারি : ২/৫৫৪

 

মন্তব্যসাতদিনের সেরা