kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

আপনি যা জানতে চেয়েছেন

নদীর স্রোতে ভেসে আসা কাঠ ব্যবহার করা যাবে কি

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনদীর স্রোতে ভেসে আসা কাঠ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন : আমার বাড়ি নদীর পারে অবস্থিত। বর্ষা মৌসুমে নদীতে বিভিন্ন গাছের ডালপালা ভেসে আসে। কখনো কখনো গাছের বড় বড় টুকরাও তাতে পাওয়া যায়। জানার বিষয় হলো, নদীতে ভেসে আসা এসব জিনিস ব্যবহার করা জায়েজ হবে কি না?

—নুরুজ্জামান, রাঙামাটি।

উত্তর : নদীতে ভেসে আসা ছোট ছোট ডালপালা সংগ্রহ করে তা ব্যবহার করতে অসুবিধা নেই। অনুরূপ যদি গাছের এমন টুকরা পাওয়া যায়, যা সাধারণত মালিক খোঁজ নিতে আসবে না, সেটিও ব্যবহার করা যাবে। তবে কাঠ যদি ভালো ও মূল্যবান হয়, তাহলে সেটি উঠিয়ে ব্যবহার করা যাবে না। কারণ মূল্যবান হলে অন্যদের ব্যবহারের জন্য মালিকের অনুমতি বা সম্মতি আছে কি না, তা জানা নেই। সাধারণত মালিক এগুলোর সন্ধান করে থাকে। তাই মালিকের অনুমতি ছাড়া বৈধ হবে না।

সূত্র :  ফাতাওয়া খানিয়া : ৩/৩৯০; মাজমাউল আনহুর : ২/৫২৬; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর : ২/৫০৪

মন্তব্য