kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

সুরা নিসা : অষ্টম পর্ব

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

মানুষের দোষ প্রচার কোরো না

 

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না। তবে যার ওপর অবিচার হয়েছে সে ছাড়া। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (সুরা নিসা, আয়াত : ১৪৮)

 

মানুষকে ক্ষমা করো, আল্লাহও ক্ষমা করবেন

ইরশাদ হয়েছে, ‘তোমরা ভালো কাজ করলে প্রকাশ্যে বা গোপনে অথবা দোষ ক্ষমা করলে, তবে (তার প্রতিদানে) আল্লাহও দোষ মোচনকারী, (সর্ব বিষয়ে) শক্তিমান।’ (সুরা নিসা, আয়াত : ১৪৯)

 

সকল নবী (আ.)-কে সম্মান করো

ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও রাসুলদের প্রতি ঈমান আনে এবং তাঁদের মধ্যে পার্থক্য করে না শিগগিরই আল্লাহ তাদের পুরস্কার দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা নিসা, আয়াত : ১৫২)

 

কারো সম্পদ আত্মসাৎ কোরো না

ইরশাদ হয়েছে, ‘এবং তাদের সুদ গ্রহণের জন্য—যদিও তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল এবং তাদের অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাতের জন্য; তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত : ১৬১)

 

ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কোরো না

ইরশাদ হয়েছে, ‘হে কিতাবিরা! তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলো না।...’ (সুরা নিসা, আয়াত : ১৭১)

মন্তব্যসাতদিনের সেরা