kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

আপনি যা জানতে চেয়েছেন

নামাজ আদায়ের পর কাপড়ে রক্ত দেখলে কী করব?

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমি একটি কাপড় পরে কয়েক দিন ধরে নামাজ পড়ছি। একদিন নামাজের দুই ঘণ্টা পরে দেখি যে কাপড়ের একাংশে দুই ইঞ্চি পরিমাণ রক্ত লেগে আছে। এ রক্ত কখন লেগেছে তা আমার জানা নেই। নামাজের সময় এ রক্ত ছিল কি না, তা-ও জানা নেই। এখন কি এই কাপড় পরে যত নামাজ পড়েছি তার কাজা পড়তে হবে?

—সাইদুর রহমান, কুষ্টিয়া

 

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে রক্ত কখন লেগেছে, তা যেহেতু আপনার জানা নেই এবং আদায়কৃত কোন নামাজের সময় রক্ত ছিল বলে যদি প্রবল ধারণাও না হয়, তাহলে যখন থেকে দেখতে পেয়েছেন তখন থেকেই এর হুকুম প্রযোজ্য হবে।

সুতরাং আগের আদায়কৃত কোনো নামাজ দ্বিতীয়বার আদায় করতে হবে না। তবে বিগত কোনো নামাজের সময় কাপড়ে এ রক্ত লাগার প্রবল ধারণা হলে সেই ওয়াক্ত ও তার পরবর্তী ওয়াক্তের নামাজগুলো দ্বিতীয়বার পড়ে নিতে হবে।

 

সূত্র : আল মুহিতুল বোরহানি : ২/২১৮ মাবসুত সারাখসি : ১/৫৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১১; তাবয়িনুল হাকায়িক : ১/৩০ রদ্দুল মুহতার : ১/২২০

মন্তব্যসাতদিনের সেরা