kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

আপনি যা জানতে চেয়েছেন

চার রাকাতবিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলিয়ে ফেললে করণীয়

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচার রাকাতবিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলিয়ে ফেললে করণীয়

প্রশ্ন : সেদিন চার রাকাত ফরজ নামাজের সময় ভুলবশত তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ে ফেলি। এ ছাড়া দু-এক সময় চার রাকাতের নামাজ তিন রাকাত পড়েছি—এমন সন্দেহ হয়। উপরোক্ত দুই ক্ষেত্রে যদি নামাজ শেষ করার আগেই স্মরণ হয়ে যায়, তাহলে করণীয় কী?

নুরুল হুদা মেহরাব

বয়রা, খালিশপুর, খুলনা

 

উত্তর : সম্মানিত পাঠক, আপনি এখানে দুটি বিষয় জানতে চেয়েছেন।

এক. চার রাকাত ফরজ নামাজে ভুলবশত তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ে ফেললে করণীয়।

দুই. নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয়। নিম্নে উভয়টির উত্তর তুলে ধরা হলো—

এক. চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়া সুন্নত। সুরা মেলানো ওয়াজিব নয়। তাই কেউ ভুলবশত ওই দুই রাকাতে কোনো আয়াত বা সুরা পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে না। নামাজ হয়ে যাবে। (ফাতাওয়ায়ে শামি : ২/১৫০, আলমগিরি ১/১২৬, বুখারি, হাদিস : ৭৫৯)

দুই. নামাজের রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হলে নিজের প্রবল ধারণার ওপর আমল করতে হবে। অর্থাৎ নিজের প্রবল ধারণা হয় তিন রাকাত, তবে এক রাকাত মিলিয়ে চার রাকাত পড়ে নামাজ শেষ করবে। আর যদি প্রবল ধারণা হয় চার রাকাত, তবে চার রাকাতেই নামাজ শেষ করবে। কিন্তু যদি কেউ কোনো সিদ্ধান্তেই না পৌঁছতে পারে, সে ক্ষেত্রে কম সংখ্যাকেই প্রাধান্য দিতে হবে। (দুররুল মুখতার : ২/৫৬১)

 

মন্তব্য