kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

আপনি যা জানতে চেয়েছেন

ভূমিষ্ঠ হওয়ার সময় শিশু মারা গেলে জানাজা পড়তে হবে?

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কিছু আগে আমার এক মামাতো ভাই ভূমিষ্ঠ হওয়ার সময়ই মারা যায়। তার জানাজার বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এলাকার অনেকে বলল, ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাজার প্রয়োজন নেই। তার পরও ইমাম তার জানাজা পড়ান। প্রশ্ন হলো, ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে তার জানাজার নামাজ পড়া হবে কি?

—আবু রায়হান, সিলেট

 

উত্তর : ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুর দেহের বেশির ভাগ বের হওয়ার পর নড়াচড়া, কান্না বা জীবিত ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণ পাওয়া গেলে তার জানাজা পড়তে হবে। আর জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া না গেলে তার জানাজা লাগবে না। জাবের বিন আবদুল্লাহ (রা.) বলেন, ‘শিশুর কান্নার শব্দ পাওয়া গেলে সে ওয়ারিশ হবে এবং তার জানাজার নামাজ পড়া হবে।’

উল্লেখ্য, দেহের বেশির ভাগ বলতে মাথা আগে বের হলে বুক পর্যন্ত এবং পায়ের দিক আগে বের হলে নাভি পর্যন্ত বের হওয়া উদ্দেশ্য।

সূত্র : তিরমিজি : ১০৩২, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১১৭১৮, বাদায়িউস সানায়ে : ২/৪৭।

 

মন্তব্যসাতদিনের সেরা