kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

আপনি যা জানতে চেয়েছেন

ফেরত না হওয়ার শর্তে পণ্য বিক্রি বৈধ?

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেরত না হওয়ার শর্তে পণ্য বিক্রি বৈধ?

প্রশ্ন : কিছুদিন আগে আমি ঢাকার একটি শপিং মলে যাই। সেখানে একজন কাপড়ের দোকানদার আমাকে বলেন, যা দেখার এখনই দেখে নিন। পরে কোনো দোষ বের হলে বিক্রীত মাল ফেরত নেওয়া হবে না। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না। এমন শর্তে পণ্য বিক্রি করা কি বৈধ? এমন কথার পর দোকানদার কি সত্যি দায়মুক্ত হবে?

—সুরাইয়া শায়লা, সদরঘাট

 

উত্তর : এমন পূর্বশর্তে পণ্য বিক্রি করা বৈধ। ক্রেতা এ শর্ত মেনে নিয়ে পণ্য ক্রয় করলে বিক্রেতা দায়মুক্ত হয়ে যাবেন। পরে কোনো ত্রুটি প্রকাশ পেলে তিনি বিক্রেতাকে ধরতে পারবেন না এবং বিক্রেতা পণ্য ফেরত বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন না। সূত্র : মুয়াত্তা ইমাম মুহাম্মদ, হাদিস : ৩৩৭; শরহু মুখতাসারিত তাহাবি : ৩/৭২; খুলাসাতুল ফাতাওয়া : ৩/৬৯

মন্তব্যসাতদিনের সেরা