kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

আপনি যা জানতে চেয়েছেন

প্লাস্টিকের টুপি দিয়ে নামাজ পড়া যাবে কি?

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : অনেক মসজিদে প্লাস্টিকের টুপি থাকে। এই টুপিগুলো পরিধান করা কি বৈধ, নাকি বিদআত?

ইব্রাহিম সেলিম

রেলওয়ে ক্লাব, চাঁদপুর

 

উত্তর : প্লাস্টিকের টুপি রাখা মসজিদের আদব পরিপন্থী। বিশেষ করে, যখন এগুলোর মধ্যে ঘাম ও ময়লার স্তর জমে দুর্গন্ধ বের হয় তখন তা মসজিদে রাখা ও পরিধান করা অনুচিত। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘হে বনি-আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)

এ আয়াতের আলোকে ফকিহরা বলেন, এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

আর বলা বাহুল্য, প্লাস্টিকের টুপি এমন টুপি যে এটি পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়। সুতরাং নামাজে প্লাস্টিকের টুপি ব্যবহার করা এবং তা মাথায় দিয়ে নামাজ পড়া মাকরুহ তথা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়।

মন্তব্যসাতদিনের সেরা