সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
তিউনিসিয়ায় চলছে আন্তর্জাতিক বইমেলা। মেলায় সৌদির প্যাভিলিয়নে আসা দর্শনার্থীদের কোরআন উপহার দিচ্ছে সৌদি আরব। জানা যায়, এ পর্যন্ত কয়েক হাজার দর্শনার্থীকে কোরআন উপহার দেওয়া হয়েছে।
উপহারের পবিত্র কোরআনগুলো কিং ফাহাদ কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন ভাষায় ও সংস্করণে মুদ্রিত। বিশ্বব্যাপী কোরআনের শিক্ষা পৌঁছে
দিতে বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদ করে তা মুদ্রণের ব্যবস্থা করে সংস্থাটি। প্যাভিলিয়নে বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। গল্পের আসর। চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা উদ্যোগে শিশুদের আকর্ষণ করার চেষ্টা করছে তারা।
সৌদির প্যাভিলিয়নে ঘুরতে আসা দর্শকদের আপ্যায়ন করা হচ্ছে অ্যারাবিয়ান কফি দিয়ে। (আরব নিউজ)
মন্তব্য