kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ফিজিতে ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফিজিতে ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

সূর্যোদয়ের দেশ ফিজিতে মুসলিমদের মধ্যে ধর্মীয় অনুরাগ বাড়ছে। ৮৪৪টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশের মুসলিম যুবকরা দিন দিন ধর্ম পালনে আগ্রহী হয়ে উঠছে। ইসলামবিরোধী নানা প্রচারণা থাকার পরও ফিজির সাধারণ মানুষ ইসলামের প্রতি ঝুঁকছে। বাড়ছে মসজিদমুখী মুসল্লির সংখ্যা।

গত ৬ এপ্রিল ফিজির সর্ববৃহৎ মসজিদ ‘মসজিদে হেলাল’ উদ্বোধনকালে এমনটিই বলেন ফিজির অন্যতম মুসলিম নেতা নাসির খান।

তিনি বলেন, ফিজির যুবকদের মধ্যে ইতিবাচক চিন্তার বিস্তার ঘটছে। তারা এখন মসজিদমুখী। তাই ধর্মীয় কাজের বিস্তৃতির সঙ্গে মসজিদ প্রসারের প্রয়োজন দেখা দিয়েছে। এ ছাড়া ওই দেশের মুসলিমদের ইসলামবিরোধী কাজ থেকে ফিরিয়ে আনতে মসজিদভিত্তিক ইসলাম শিক্ষার পদক্ষেপ নিচ্ছে দেশটি।

৯ লাখ জনসংখ্যার এই দেশে বর্তমানে মুসলমানের সংখ্যা ৬৩ হাজার। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এখানকার বেশির ভাগ মুসলিম ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তারা ফিজিতে শ্রমিক হিসেবে আগমন করে। বর্তমানে ফিজির রাজনীতি ও অর্থনীতিতে মুসলিমদের জাগরণ চোখে পড়ার মতো। সেখানকার জাতীয় বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় তাদের।

সূত্র : ফিজি সান

মন্তব্যসাতদিনের সেরা