<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে ব্যবসা করতে আসা জাপানি প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করছে, চলতি বছরে তাদের অর্ধেক প্রতিষ্ঠানের মুনাফা হবে। তবে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা, অস্পষ্ট নিয়ন্ত্রক নীতি ও স্থানীয় বাজারে পণ্য কেনার অসুবিধাগুলো বাধা সৃষ্টি করছে। বাংলাদেশে স্থানীয় বাজার থেকে পণ্য কেনার পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতে জাপানি প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত উপকরণ ও যন্ত্রাংশগুলোর ২৩.৩ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। এ বিষয়টিকে অন্যতম মূল সংকট হিসেবে বিবেচনা করছে বাংলাদেশে ব্যবসারত জাপানি প্রতিষ্ঠানগুলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রকাশিত (জেট্রো) জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। জেট্রোর এদেশীয় প্রতিনিধি ইউজি আন্দো জরিপের ফলাফল উপস্থাপন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে জাপানি প্রতিষ্ঠানগুলো আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি কিছু বিষয়ে তাদের উদ্বেগের কথাও জানিয়েছে। ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩১৫ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ৫০৮ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। জাপানি ব্যবসায়ীদের আগ্রহ সত্ত্বেও গত বছর বাংলাদেশে মুনাফাপ্রত্যাশী প্রতিষ্ঠানের হার ছিল মাত্র ৩৭.৪ শতাংশ। এশিয়া ও ওশেনিয়ার মধ্যে যা সর্বনিম্ন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ২০২৫ সালে ৫০ শতাংশ প্রতিষ্ঠান পরিচালন মুনাফা বৃদ্ধির ব্যাপারে আশাবাদী। জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ বিনিয়োগ অঞ্চলের মধ্যে অন্যতম। জরিপে অংশ নেওয়া ৫৭.৭ শতাংশ প্রতিষ্ঠান আগামী এক থেকে দুই বছরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। ঢাকায় জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো দ্য ডেইলি স্টারকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসা প্রসারের কারণ স্থানীয় বাজারের চাহিদা। তবে কাঠামোগত অদক্ষতা ও নীতিগত অনিশ্চয়তা সংকট তৈরি করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জরিপে জাপানি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা, অপ্রত্যাশিত নিয়ন্ত্রক নীতি ও অপর্যাপ্ত অবকাঠামো নিয়ে উদ্বিগ্ন। রাজনৈতিক অনিশ্চয়তাকে মূল ঝুঁকি হিসেবে বিবেচনা করছে ৯৪.৮ শতাংশ জাপানি প্রতিষ্ঠান। ৭৫.৩ শতাংশ জাপানি প্রতিষ্ঠান অস্পষ্ট সরকারি নীতিকে মূল সমস্যা বলে মনে করে। এ ছাড়া অনুমতি পাওয়ায় দীর্ঘসূত্রতা ও কর সম্পর্কিত জটিলতাসহ বাংলাদেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো ব্যবসাপ্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে চিহ্নিত করেছে তারা। দক্ষ শ্রমিকের অভাবে উৎপাদনশীলতায় প্রভাব পড়েছে। জাপানি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনশক্তি রয়েছে। তবে কারিগরি প্রশিক্ষণ ও পেশাদারি দক্ষতার অভাবে ব্যবসার প্রসার ঘটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে স্থানীয়ভাবে পণ্য সংগ্রহের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতা। পাশাপাশি প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহে উপযুক্ত সরবরাহকারীর অভাবকেও দায় করা হচ্ছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশে ৭৯.৩ শতাংশ জাপানি প্রতিষ্ঠান গুণমান পূরণ করা সরবরাহকারী প্রতিষ্ঠান পেতে সমস্যায় পড়ে। এ ছাড়া ৫৫.২ শতাংশ প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ায় সংকটের কথা জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ভারতকে সবচেয়ে এগিয়ে রেখেছে জাপানিরা। প্রায় ৮০ শতাংশ জাপানি কম্পানি ভারতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। এর পরই আছে বাংলাদেশের অবস্থান। জরিপে অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। যদিও এই হার গত বছরের চেয়ে কিছুটা কমেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় কাজ করা জাপানি কম্পানিগুলো সবচেয়ে বেশি মুনাফা করবে বলে জরিপে উঠে এসেছে। এই তালিকায় শ্রীলঙ্কার পরে আছে পাকিস্তান, ভারত, ফিলিপিন্স, ভিয়েতনাম ও বাংলাদেশের অবস্থান। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে পরিচালিত এই জরিপে বাংলাদেশে কাজ করা ১৭৫টি জাপানি কম্পানিসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ১৩ হাজার ৭২৭টি জাপানি কম্পানি এই জরিপে অংশ নেয়।</span></span></span></span></p>