<p>হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে তেহরানে। আর এই হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে যেকোনো মুহূর্তে হামলা করতে পারে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যেই একটি সর্বাত্মক যুদ্ধ লেগে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে আবার মন্দায় টেনে নেবে। এমন শঙ্কার মধ্যেই বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। গত এক সপ্তাহে এই হলুদ দাতুর দাম বেড়েছে সাড়ে ৩ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সোনার দাম দ্রুতই দুই হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাবে।</p> <p>বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স দুই হাজার ৪৭০ ডলারে উঠেছিল, যা প্রায় রেকর্ড সর্বোচ্চ। যদিও দাম আবার কিছুটা কমে দুই হাজার ৪৬৫ ডলারে নেমেছে। গত এক সপ্তাহের হিসাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩.৪৪ শতাংশ।</p> <p>সংস্থা জানায়, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনায় সোনার দাম আরো বাড়বে। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ডাটা ইতিবাচক আসেনি। ফলে মন্দার শঙ্কা তৈরি হয়েছে। এতে আশা করা হচ্ছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদহার কমাবে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।</p> <p>অন্যদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) সর্বশেষ প্রতিবেদনে জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর চাহিদা বাড়ে এক হাজার ২৫৮ টন, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। যেকোনো বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এটি রেকর্ড। চাহিদা বাড়ায় দামও বাড়ছে।</p> <p>সংস্থার মতে, সোনার ওটিসি লেনদেন বৃদ্ধির কারণেই মোট চাহিদা বেড়েছে। মূল্যবান এই ধাতুর ওটিসি লেনদেন এক বছর আগের একই সময়ের চেয়ে বেড়েছে ৫৩ শতাংশ। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সোনার মজুদ বেড়েছে ১৮৩ টন, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি।</p> <p>ডাব্লিউজিসি জানায়, বৈশ্বিক চাহিদা বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে সোনার দাম বেড়ে হয় প্রতি আউন্স দুই হাজার ৪২৭ ডলার। এই তিন মাস ধরে গড় দাম ছিল প্রতি আউন্স দুই হাজার ৩৩৮ ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। সূত্র : ট্রেডিং ইকোনমিকস, রয়টার্স</p> <p> </p>