<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজারে ব্যাবসায়িক ক্ষতি হয়েছে অন্তত ৭০০ কোটি টাকা। পর্যটন খাতসহ ১৫ খাতে আট দিনে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এমন তথ্য প্রকাশ করেছেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। একই সঙ্গে তিনি ১৫ দিনের ভ্যাট মওকুফ ও কর্মচারীদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন। চেম্বার সভাপতি জানান, ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত আট দিনে ব্যবসায়ীদের ক্ষতির তথ্য চেয়েছে সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ১৫টি খাতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সেগুলো লিখিতভাবে সরকারের কাছে পাঠানো হচ্ছে। সেখানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের সুপারিশ ও ব্যবসায়ীদের দাবিও রয়েছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">১৫টি খাতে ক্ষতি এখনো অব্যাহত রয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p>