<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করেছেন দেশটির আইনজীবীরা। মামলা করা হবে কি না, সে বিষয়ে আগামী ৭ জুলাই সিদ্ধান্ত নেবেন মার্কিন বিচার বিভাগ। মামলার কারণে বিশাল পরিমাণ জরিমানা দিতে হতে পারে বোয়িংকে। বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির ওপর নজরদারিও বাড়াতে পারেন বিচার বিভাগ। তবে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, এতে বোয়িংয়ের ভাবমূর্তি আরো খারাপ হবে বলে মত বিশ্লেষকদের। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০১৯ সালে ইথিওপিয়ায় বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি বিমান বিধ্বস্ত হয়। এতে মোট ৩৪৬ জন নিহত হয়।  বিমান দুর্ঘটনার জের ধরে ২০২১ সালে মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি হয়েছিল বোয়িংয়ের। দুর্ঘটনার পর প্রতারণার অভিযোগ এড়াতে ২০২১ সালে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি (ডিফার্ট প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) করেছিল বোয়িং। চুক্তির শর্ত অনুযায়ী, নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করতে পারেন বিচার বিভাগ।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনরা বোয়িংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবীদের অনুরোধ জানায়।  সূত্র : বিবিসি, আলজাজিরা।</span></span></span></span></span></span></span></span></p>