<p>প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সেরা করদাতার ট্যাক্স কার্ড ও সম্মাননা দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান ফুয়াদ হাসান। এই গ্রুপের অধীনে রয়েছে, ‘কালের কণ্ঠ’, ‘বাংলাদেশ প্রতিদিন’, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’, ‘নিউজটোয়েন্টিফোর’, ‘টি-স্পোর্টস’, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজটোয়েন্টিফোর’ ও ‘রেডিও ক্যাপিটাল’।</p> <p>প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে প্রথম হয়েছে মিডিয়াস্টার লিমিটেড, যা ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান। মিডিয়াস্টার ‘প্রথম আলো’র মালিকানাধীন প্রতিষ্ঠান। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে সময় মিডিয়া লিমিটেড। এর আওতায় রয়েছে ‘সময় টিভি’। চতুর্থ সেরা করদাতা হয়েছে টাইমস মিডিয়া লিমিটেড। এর আওতায় রয়েছে বাংলা দৈনিক ‘সমকাল’।</p>