<p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">মার্কিন ভিসানীতি বাস্তবায়ন শুরুর খবর ছড়িয়ে পড়ায় সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। তবে দ্বিতীয় কর্মদিবস গতকাল সোমবার পতন থেকে বেরিয়ে এসেছে শেয়ারবাজার। শেয়ারবাজারের এ পতন ঠেকাতে মুখ্য ভূমিকা পালন করেছে বীমা খাত। দিনের লেনদেন শেষে সব খাত মিলে গতকাল ডিএসইতে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৬২টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বীমা খাতের ৩০টি কম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬টি বীমা কম্পানির শেয়ার দাম। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় .৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করেছে।</span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।</span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ার। কম্পানিটির ২৮ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।</span></span></span></span></span></span></p>