<p>স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে গতকাল ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০২২’ এবং হসপিটালিটি সলিউশনস অ্যান্ড হোটেল-রিসোর্ট ইকুইপমেন্ট নিয়ে ‘এইচএইচ এক্সপো ২০২২’ প্রদর্শনী। ষষ্ঠবারের মতো বাংলাদেশে এই প্রদর্শনী হচ্ছে।</p> <p>গতকাল বৃহস্পতিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এএসএইচআরএই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. হাসমতুজ্জামান, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ভারপ্রাপ্ত মহাসচিব আল মামুন মৃধা, ফেডারেশন অব পাঞ্জাব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বদিশ জিন্দাল ও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বক্তব্য দেন।</p> <p>অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সঠিক তথ্য প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাডা বক্তারা হসপিটালিটি সলিউশন ও রিসোর্ট ইকুইপমেন্টবিষয়ক প্রদর্শনী বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।</p> <p>প্রদর্শনীগুলোতে দেশি-বিদেশি ১৬০টি বুথ রয়েছে। প্রদর্শনীটি ১ থেকে ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।</p>