<p>বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন খান ইকবাল হোসেন। ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের আগে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। চাকরিজীবনে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন।</p> <p>ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি কৃতিত্বের সঙ্গে ব্যাংকিং ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় পর্ব সম্পন্ন করেন।</p>