<p>সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম এবং লেনদেন বেড়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৬২ পয়েন্ট। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। বিপরীতে দাম কমেছে ৪১টির। আর ২১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২২০২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১৩৬৩ পয়েন্টে দাঁড়ায়। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৩ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৫ কোটি ৯৩ লাখ টাকা।</p>