<p>জনতা ব্যাংকের ডিএমডি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনে জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি বিভাগ, এসমএই, আরসিডি, এসএফডি, ইঅ্যান্ডইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি, ক্রেডিট কমিটি, আমিন কোর্ট করপোরেট শাখা, গুলশান করপোরেট শাখা, বনানী করপোরেট শাখা এবং মহাখালী করপোরেট শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মামুন নেপাল, মালয়েশিয়াসহ দেশে-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।</p>