kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সবুজ প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন মিশ্র অর্থায়ন

নিজস্ব প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে প্রায় ৯২৮ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন, যেখানে দেশি উৎস থেকে ৮৫ শতাংশ অর্থায়ন আসবে। আর এতে ব্যক্তি খাতের অবদান থাকবে ৪২ শতাংশ। তবে ব্যক্তি খাত থেকে এত বিশাল অর্থায়ন আনতে নতুন করে মিশ্র অর্থায়ন পদ্ধতির আলোচনা উঠে এসেছে। সবুজ প্রবৃদ্ধি অর্জনে নতুন এ অর্থায়নে গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের এসইভি ভবনে বাংলাদেশে সবুজ প্রবৃদ্ধি অর্জনে মিশ্র অর্থায়ন শীর্ষক এক সেমিনারে এ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত এ সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইডি সচিব কাউসার আহমেদ। সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।সাতদিনের সেরা