kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘দক্ষ নেতৃত্বে বাজুস নতুন মাত্রা পেয়েছে’

মাগুরা প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘দক্ষ নেতৃত্বে বাজুস নতুন মাত্রা পেয়েছে’

মাগুরায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : কালের কণ্ঠ

কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) এখন নতুন মাত্রা পেয়েছে। সংগঠনের উপযোগিতা বৃদ্ধি পাওয়ায় সদস্য সংখ্যা সাত হাজার থেকে ৪০ হাজারে উন্নীত হয়েছে। সায়েম সোবহান আনভীর চান সারা দেশে সংগঠনের নীতিমালার আলোকে স্বর্ণ ব্যবসা এমন একটি মানে উন্নীত হোক, যেখানে ব্যবসায়ী এবং ক্রেতা সমানভাবে লাভবান হবেন। গতকাল বুধবার বাজুস, মাগুরা জেলা শাখার মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

তিনি বাজুসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আনোয়ার হোসেন আরো বলেন, ‘বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণ প্রক্রিয়াকরণ কারখানা স্থাপিত হচ্ছে। এটির মাধ্যমে স্বর্ণ ব্যবসায় নতুন অধ্যায়ের সূচনা হবে। এই কারখানা শুধু দেশের স্বর্ণপ্রাপ্তিকে সহজলভ্য করবে না; বরং বিদেশে স্বর্ণ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও উপার্জিত হবে। স্বর্ণ পাচার রোধ হবে। পাশাপাশি কর্মসংস্থান হবে অসংখ্য মানুষের। ’সাতদিনের সেরা