kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী সোমবার থেকে পুঁজিবাজারে পরীক্ষামূলকভাবে সরকারি সিকিউরিটিজ লেনদেন শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ।

গত সোমবার বিএসইসি আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি জানিয়েছিলেন, সরকারি ট্রেজারি বিল ও বন্ড লেনদেন আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে চালু হবে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে আলাদাভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিএসইসির পক্ষ থেকে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও লেনদেন শুরুর কথা ছিল ৪ সেপ্টেম্বর। তবে বিএসইসি চেয়ারম্যানের মালয়েশিয়া সফরের কারণে তা হয়নি।

 সাতদিনের সেরা