kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

পিডাব্লিউসির আয় বেড়েছে ১৩%

বাণিজ্য ডেস্ক   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান পিডাব্লিউসি ২০২২ সালের জুন মাসে সমাপ্ত অর্থবছরে পাঁচ হাজার ৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। এই আয় গত বছরের ৩০ জুন শেষ হওয়ায় ১২ মাসের তুলনায় স্থানীয় মুদ্রায় ১৩.৪ শতাংশ এবং মার্কিন ডলারে ১১.৪ শতাংশ বেশি। রাজস্ব বৃদ্ধি প্রায় সারা বছর ধরে ক্রমবর্ধমান ছিল। তবে কভিড ১৯ মহামারির প্রভাব কমে যাওয়ায় ২০২১ অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যবসায়ের পুনরুদ্ধার ঘটেছে।

বিজ্ঞাপন

পিডাব্লিউসির গ্লোবাল চেয়ারম্যান বব মরিটজ বলেন, ‘বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তন এবং অসংখ্য চ্যালেঞ্জের এক বছরে আমাদের প্রতিভাবান সহকর্মীরা ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সমর্থন করতে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে তাদের বিস্তৃত এবং বৈচিত্র্যময় সক্ষমতা ব্যবহার করেছেন। ’সাতদিনের সেরা