kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই : ভারত

বাণিজ্য ডেস্ক   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচাল রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই : ভারত

অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত মাসে ভারত বিভিন্ন ধরনের চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করার পাশাপাশি শতভাগ ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে ভারতের এই শুল্ক কার্যকর হলেও দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড জানিয়েছে, তাদের কাছে তথ্য এসেছে ৫ শতাংশ ও ২৫ শতাংশ ভাঙা চাল যেগুলোর ৮ সেপ্টেম্বরের আগে এলওসি ইস্যু করা হয়েছে, সেগুলোও বন্দরে আটকে দেওয়া হয়েছে। অথচ এ চাল রপ্তানি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়নি। বরং শতভাগ ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তাই ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড স্পষ্ট করে জানিয়েছে, ৫ শতাংশ ও ২৫ শতাংশ ভাঙা চাল রপ্তানিতে কোনো বাধা নেই। বরং ২০ শতাংশ শুল্ক দিয়ে এগুলো রপ্তানি করা যাবে।

ভারত সরকার ২০ শতাংশ রপ্তানি শুল্কের তালিকা থেকে সিদ্ধ ও বাসমতি চাল বাদ রেখেছে। সেই সঙ্গে সম্পূর্ণ ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আফ্রিকার কিছু গরিব দেশ মানুষের খাদ্য চাহিদা পূরণে ওই খুদ আমদানি করে। তবে মূলত হাঁস-মুরগি বা মাছের খাবার তৈরিতে ব্যবহার করা হয় এই ভাঙা চাল। সূত্র : পিটিআই।সাতদিনের সেরা